এআই রবি,বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে সাত ঘটিকায় উপজেলার চক নারায়নপুর বাজারের দক্ষিনে সিফাত স্টোর নামের মুদিখানা ও পাইকারী ডিলারশীপ ব্যবসা প্রতিষ্ঠান হতে নগদ ২ লক্ষ্য ৬৫ হাজার টাকা ছিনতায় হওয়ার ঘটনা ঘটেছে। সিফাত স্টোরের মালিক মোঃ মিজানুর রহমান মজনু জানান, প্রতিদিনের ন্যায় তিনি এশার আযান শেষে নামাজ আদায় করেন। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭ টায় সারা দিনের ব্যবসার হিসেব নিকেশ করে ২ লক্ষ্ ৬৫ হাজার টাকা ব্যাগে করে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করছিলেন। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা ২/৩ জন টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাচ্ছিল এমন সময় মালিক দোকানের তালা ফেলে রেখে তাদের পিছনে ধাওয়া করে তাদের মধ্যের ১ জনকে পিছন থেকে ধরে ফেলেন। পরে দেখেন সে চক নারায়নপুর এলাকার মোঃ আনজারুল হাসান নিলু কোম্পানির ছেলে মোঃ শাকিব হাসান (২২)। মোঃ শাকিবের তথ্য মতে তার বন্ধু কলিগ্রাম কাজিপাড়া এলাকার মৃত সাজেদুল কশাই এর ছেলে মোঃ রবিউল ইসলাম (২১) তার হাতে আছে টাকার ব্যাগটি।
ঘটনার ইতি টানতে টাকার মালিক মোঃ মিজানুর রহমান মজনু, মোঃ শাকিব হাসান কে অনুরোধ করে তার বন্ধুকে মোবাইলে কল করে টাকার ব্যাগটি ফিরিয়ে দিতে বলেন। তখন মোঃ শাকিব তার বন্ধু রবিউলের মোবাইল নাম্বারে অনেক বার কল করে কথা বলেও টাকার ব্যাগটি ফিরিয়ে দেয়নি। শাকিব পরে টাকার মালিককে পুলিশকে ঘটনা জানাতে নিষেধ করে। ঐ সময় ঘটনার স্থলে শতশত এলাকাবাসীও সাংবাদিক জমে যায় । টাকার ব্যাগটি উদ্ধার করতে না পারায় ঘটনাটি বাঘা থানা পুলিশকে জানালে, তাৎক্ষনাৎ পুলিশের গাড়ীগিয়ে শাকিবকে আটক করে থানা নিয়ে আসে। ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ মিজানুর রহমান মজনু ঐ রাতেই বাঘা থানায় (১) মোঃ শাকিব হাসান (২) মোঃ রবিউল ইসলামসহ অজ্ঞাত ও ১ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন। এলাকাবাসীর অনেকেই জানায়, শাকিবসহ তাদের একটি গ্যাং আছে যারা প্রতিনিয়ই দুএকটি অপরাধ ঘটিয়ে থাকে। কদিন আগেও নারায়নপুর বাজারের জৈনক একজনের মোবাইল ফোন ছিনিয়ে নেয় শাকিব ও তার বন্ধুরা। শাকিব নারী নির্যাতন ও মাদক এর মামলায় জেল খেটেছে বলেও জানায় স্থানীয় এক ব্যক্তি।
এ বিষয়ে বাঘা থানার ওসি তদন্ত মোঃ আতিকুর রেজা সরকার বলেন, অভিযোগ পেয়েছি এবং শাকিব নামে একজনকে আটক করেছি। বাকী টাকার ব্যাগটি নিয়ে পলাতক রবিউলসহ অন্য একজনকে আটকের প্রক্রিয়া চলমান আছে।