ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে গুইমারা সেনা রিজিয়নের ঈদ উপহার সামগ্রী বিতরণ

1 min read

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৪ উদযাপন উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারা সেনা রিজিয়ন, শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উপহার সামগ্রী বিতরণের আয়োজন করেছে।

এছাড়াও খাগড়াছড়ির গুইমারা অঞ্চলের স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর দুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যানমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ০৩ এপ্রিল (বুধবার) গুইমারা রিজিয়ন কর্তৃক ৪৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।

মানবিক সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি বলেন, আর্তমানবতা ও আর্থ-সামাজিক উন্নয়ন এবং যেকোন দুর্যোগ পরিস্থিতিতে সকলের জন্য সেনাবাহিনীর সাহায্য ও প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি শৃংখলা বজায় রাখার লক্ষ্যেও দুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূষ্টি পরিচালনা করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের ন্যায় সকলের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাবে।

পরিশেষে তিনি উপস্থিত সকলকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন। এ সময় গুইমারা রিজিয়নের অন্যান্য সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »