ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

বিজয়নগরে সংঘর্ষে আহত শতাধিক, আটক ৫

1 min read

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। বুধবার বেলা ৩টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা ও জেলা পুলিশের একাধিক টিম ৩ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর মধ্যে কয়েক মাস ধরে জমি বিক্রি ও দলিল করাকে কেন্দ্র করে বিরোধ চরম আকার ধারণ করে। বুধবার দুপুরে দুই শিশুর মধ্যে ঝগড়ার জেরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে।

বিজয়নগর থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসান জামিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। তারা হলো- পাইকপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে বাবুল মিয়া, হাসান আলীর ছেলে খুরশেদ আলম ওরফে আলফু, হাজীপুর গ্রামের আবদুল হাসিমের ছেলে আব্দুল বাছির, হাবিবুর রহমানের ছেলে আনাস মিয়া, খাটিংগা গ্রামের আবদুল হেমিকের ছেলে আবদুর নুর।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »