ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

বগুড়ায় হাটের বাইরে চাঁদা দাবি করায় ১ জনের কারাদণ্ড

1 min read

মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরের কুসুম্বী এলাকায় হাটের বাহিরে গিয়ে কৃষকদের কাছ থেকে চাঁদা দাবি করায় ৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে জাহাংগীর আলম(৫৫) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী।

জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের মালিয়াটা গ্রামের মো.আনোয়ার হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম হাট পেরিফেরির জায়গার বাহিরে রাস্তায় কৃষিপণ্য ভর্তি টলি ঠেকিয়ে কৃষকের কাছ থেকে চাঁদা দাবি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সুমন জিহাদী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিম, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন ই কাইয়ুম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সুমন জিহাদী বলেন, রাস্তার উপরে টলি থেকে চাঁদা আদায় করার দায়ে কৃষি পণ্য আইন ২০১৮ অনুযায়ী জাহাঙ্গীর আলম কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। যদি ভবিষ্যতে কেউ এই ধরনের কাজে লিপ্ত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ভ্রাম্যমান আদালত। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »