হোমনা, কুমিল্লাঃ
হোমনা রামকৃষ্ণপুর ফিউশন আইডিয়াল কিণ্ডার গার্টেন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটি হোমনা উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিণ্ডার গার্টেনটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিউশন আইডিয়াল কিণ্ডার গার্টেন এর প্রধান শিক্ষক নূর মোহাম্মদ সবুজ এর সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মোতাহার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মাহমুদা বেগম, সাংবাদিক ও শিক্ষানুরাগী মোঃ মাহমুদুল হাসান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশকে উন্নতশীল করে গড়ে তুলতে মফস্বল অঞ্চলের কিণ্ডার গার্টেন গুলো ব্যপক ভূমিকা পালন করে। একটি শিশুর শিক্ষার ভিত্তিপ্রস্তর গড়ে তুলে একজন সচেতন ও শিক্ষিত সু নাগরিক হিসেবে গড়ে তুলার কারিগর হয় কিণ্ডার গার্টেন। আমি আশাকরি ফিউশন আইডিয়াল কিণ্ডার গার্টেন হোমনা উপজেলার সুনাম একদিন সারা দেশ ব্যপ্তি ছড়িয়ে দেবে।
পরে কিণ্ডার গার্টেন এর শুভ কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠান করা হয়।