মোঃ তারিক হোসেনঃ চারঘাট ( রাজশাহী ) প্রতিনিধিঃ রাজশাহী চারঘাটে করোনা কালে ভিন্ন এক বাস্তবতায় ক্ষেত থেকে পাট উঠতে শুরু করেছেন কৃষকরা গত বছর কৃষক গড়ে প্রায় দুই হাজার টাকা মণপ্রতি পাটের দর পেয়েছে। আগামী সপ্তাহেই হাটে নতুন পাট উঠতে শুরু করবে। পাটের পরিমাপ সাধারণত বেল আকারে করা হয়। ১৫০ কেজিতে এক বেল গণনা করা হয়। সরকার প্রতি বছর গড়ে ১৩ লাখ বেল পাট কিনে থাকে। কিন্তু ইতোমধ্যে দেশের সব সরকারি পাটকল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সরকারি পাটকল আর পাট কিনবে না।
বরং ওসব মিলের হাতে থাকা মজুদ পাট বিক্রি করতে হবে। এমন অবস্থায় কৃষক কোথায় পাট বিক্রি করবে। আর বেসরকারি পাটকলগুলোই কতটুকু পাট কিনবে? এমন পরিস্থিতিতে পাটের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় ভুগছে কৃষকরা। চারঘাট উপজেলার একজন কৃষক মোঃ হযরত আলী,বলেন সরকার এবার পাট কিনবে না শুনেই পাটচাষীদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। কারণ বেসরকারি উদ্যোক্তারা গতবারের তুলনায় এবার বেশি করে পাট না কিনলে দাম পড়ে যাবে। ইতোমধ্যে হাটেও পাট নিয়ে যাচ্ছে কেউ কেউ। কিন্তু সরকারি পাটকল বন্ধ থাকায় বাজারে পাটের দাম কম।
পাশাপাশি করোনার কারণে পাট কাটা ও আঁশ ছাড়ানোর জন্য লোক পাওয়া যাচ্ছে না। সেজন্য অন্য বছরের তুলনায় উৎপাদনের খরচও বেশি হচ্ছে। প্রতিবিঘা পাট উৎপাদনে বীজ, সার, ওষুধ, সেচ, পাট কাটা ও পাটের আঁশ ছাড়ানো দিয়ে মোট ব্যয় আছে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা। বিঘাপ্রতি পাট উৎপাদন ৯ থেকে ১০ মণ। পাটের দরের সঙ্গে হিসাব করলে খুব বেশি লাভ হয় না। তার ওপর যদি সরকার পাট না কিনে তাহলে কষ্টের সীমা থাকবে না। বর্তমানে বাজারে পাটের চাহিদা কম। দুই হাজার টাকার বেশি দর পাওয়া যাচ্ছে না। গত বছর মণপ্রতি দুই হাজার ৬০০ টাকা পর্যন্ত দর পেয়েছে চাষীরা। এবার প্রতি মণ পাটের মূল্য কমপক্ষে ৩ হাজার টাকা হলে চাষীরা কিছুটা লাভবান হতো।
চারঘাট উপজেলার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,জনাব খন্দকার ফিরোজ মাহমুদ, জানান,তবে কৃষক যাতে ন্যায্য দর থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সতর্ক আছে সরকার। সরকার পাট না কিনলেও পাট বিক্রি ও রপ্তানির অনেক পথ রয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। তবে খুব প্রয়োজন মনে করলে সরকার কিনতেও পারে। সরকারি পাটকলগুলোর গুদাম খালি পড়ে আছে।
|
Like!! I blog quite often and I genuinely thank you for your information. The article has truly peaked my interest.
A big thank you for your article.
I really like and appreciate your blog post.
bookmarked!!, I like your blog!