ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

কুমিল্লার রাজনীতি কোন পথে, সত্যটা তুলে ধরুন- তানিম

1 min read

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা মহানগরের মনোনীত প্রার্থী দুই জন। একজন সাংগঠনিক সম্পাদক এবং অপরজন মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা আমি তানিম। কারণ বিগত দিনেও আমি এই কমিটিতে ছিলাম, এখন উপদেষ্টা হিসেবে কাজ করছি। আলাদা করে দেখার সুযোগ নেই, অপ প্রচারের সুযোগ নেই। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি ২৪ইং) কুমিল্লা জেলা নির্বাচন অফিসে কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা নুর উর রহমান মাহমুদ তানিম সাংবাদিকেরদের প্রশ্নে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কুমিল্লার রাজনীতি কোন দিকে চলছে, জনপ্রিয়তা কার কতটুকু সাধারণ মানুষ ভোটের মাধ্যমে জবাব দিবে। অনেক জনপ্রিয় নেতারা আছেন, তারা মাঠে কোন প্রোগ্রাম বা দলীয় কার্যক্রমে অংশ নিতে পারে না। এতে করেই বাংলাদেশ ক্ষমতাশীল রাজনীতিদল বাংলাদেশ আওয়ামীলীগ কতটুকু মানুষের আস্থা অর্জন করেছে ? আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমার বেড়ে উঠা। আমি বিগত দিনে কুমিল্লার মানুষের পাশে থেকে রাজনীতি করতে চাই। আমাকে অন্তত একবার সুযোগ দেন, আমি কুমিল্লার রাজনীতির ত্যাগী নেতাদের সাথে নিয়ে কাজ করতে চাই।

কুমল্লিা সিটি র্কপোরশেনরে ময়ের পদে উপ-নর্বিাচনে সোমবার (১২ফব্রেুয়ার) বিকেল চারটা র্পযন্ত ৮ র্প্রাথী মনোনয়নপত্র সংগ্রহ করছেনে। এরা হলনে কুমল্লিা মহানগর আওয়ামীলীগরে সনিয়ির সহসভাপতি এডভোকটে জহরিুল ইসলাম সলেমি,সাংগঠনকি সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা, মহানগর আওয়ামী লীগরে উপদষ্টো পরষিদরে সদস্য নূর-উর রহমান মাহমুদ তানমি, বএিনপরি বহষ্কিৃত দু নতো কুসকিরে সাবকে ময়ের মনরিুল হক সাক্কু ও বহষ্কিৃত কন্দ্রেয়ি সচ্ছোসবেক দলরে নতো নজিাম উদ্দনি কায়সার। পাশাপাশি মোঃ মাঈন উদ্দনি, মামুনুর রশদি মামুন ও শফকিুর রহমান নামে আরো তনিজন মনোনয়নপত্র কনিছেনে । ১৩ ফেব্রুয়ারী মনোনয়ন জমা দেওয়া শষে দিন। এদকিে আসন্ন কুমল্লিা সটিি করপোরশেনরে উপ-নর্বিাচনে নগরীর ২৭টি ওর্য়াডে ইভিএম ভোট নেওয়া হব।

এবার ২ লক্ষ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার ভোট দতিে পারবনে। এর মধ্যে ১ লক্ষ ১৮ হাজার ১৮২ জন পুরুষ ভোটার এবং ১ লক্ষ ২৮ হাজার ২৭৮ জন নারী ভোটার রয়ছেনে। এছাড়া ২ জন তৃতীয় লঙ্গিরে ভোটার রয়ছেনে। বগিত নর্বিাচনে সটিতিে ভোটার ছলি ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার ছলি ১ লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার ছলি ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এবার উপ-নর্বিাচনে পুরুষ ও নারী ভোটার বড়েছেে ১২ হাজার ৫৩৮ জন। কুমল্লিা আঞ্চলকি নর্বিাচন র্কাযালয়রে তথ্য অনুযায়ী, মোট ১০৫টি ভোটকন্দ্রেরে ৬৪০টি কক্ষে ভোট নওেয়া হব। মনোনয়নপত্র দাখলিরে শষে দনি ১৩ ফব্রেুয়ারী। মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি।

আপলিরে সময়সীমা ১৬-১৮ ফেব্রুয়ারী র্পযন্ত। আপলি নষ্পিত্তি ১৯-২০ ফব্রেুয়ারি র্পযন্ত। র্প্রাথতিা প্রত্যাহাররে শষে দনি ২২ ফব্রেুয়ারী। প্রতিক বরাদ্দ ২৩ ফব্রেুয়ার। নির্বাচন ৯ র্মাচ সকাল আটটা থকেে বকিলে চারটা র্পযন্ত ইভএিম। ২০২২ সালরে কুসকিরে তৃতীয় নর্বিাচনে স্বতন্ত্র র্প্রাথী বএিনপরি বহষ্কিৃত নতো মনরিুল হক সাক্কুকে হারয়িে প্রথমবাররে মতো ময়ের নর্বিাচতি হন নৌকা প্রতীকরে আরফানুল হক রফিাত। ওই নর্বিাচনে নৌকার র্প্রাথী রফিাত ৫০ হাজার ৩১০ এবং সাক্কু পান ৪৯ হাজার ৯৬৭ ভোট। ২০২৩ সালরে ১৩ ডসিম্বের সঙ্গিাপুররে মাউন্ট এলজিাবথে হাসপাতালে চকিৎিসাধীন অবস্থায় মারা যান রফিাত। এরপর থকেে প্যানলে ময়ের হাববিুর আল আমনি সাদী ভারপ্রাপ্ত ময়ের হসিবেে দায়ত্বি পালন করছনে।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Developed by VJ IT.
Translate »