ভোরের জানালা ডেক্স রিপোর্টঃ- পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক অগ্নিবাণীর প্রধান উপদেষ্টা আয়েশা আক্তার লিজা।
শুক্রবার এক বার্তায় রাজশাহীর সকল গণমাধ্যমকর্মী তথা দেশের সবার জন্য পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
শুভেচ্ছা বার্তায় আয়েশা আক্তার লিজা বলেন, ‘করোনার প্রাদুর্ভাবের কারণে থমকে গেছে বিশ্ব। সাধারণ মানুষ থেকে শুরু করে সব স্তরের মানুষ হয়েছেন ক্ষতিগ্রস্ত। তবুও জাতির বিবেক খ্যাত গণমাধ্যমকর্মীরা থেমে থাকেনি। করোনাকে উপেক্ষা করে দেশের জনসাধারণের কাছে পৌঁছে দিয়েছে সংবাদ। সেই সব সাহসী অকুতোভয় গণমাধ্যমকর্মীদের প্রতি রইল ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। এছাড়া দৈনিক অগ্নিবাণীর পাঠকসহ দেশের সব জনসাধারণের ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। তাই মনের পশুকে কুরবানি দিয়ে আসুন সমাজে শান্তি ও সম্প্রীতির বন্ধন গড়ে তুলি। ঈদুল আযহার প্রকৃত শিক্ষা সবার জীবনে প্রতিফলন হোক। শুভেচ্ছা বার্তায় করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সকল আচার-অনুষ্ঠান পালনের জন্যও সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
|
Leave a Reply