রায়হান রোহানঃ
সাকিব ছাড়া বাংলাদেশ ক্রিকেট” এই স্লোগানকে সামনে রেখে নিষিদ্ধের প্রতিবাদে মাঠে নামছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামীকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সামনে এই প্রতিবাদী প্লেকার্ড হাতে নিয়ে মাঠে নামবে বলে জানা গেছে।
এবিষয়ে রাবি ছাত্র মোর্শেদ আলম বলেন, লবণ ছাড়া তরকারি আর সাকিব ছাড়া বাংলাদেশ ক্রিকেট একই কথা। সাকিবকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে আমরা এর প্রতিবাদ জানাতে আগামীকাল মাঠে নামছি। আমি সকল শিক্ষক-শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেটকে রক্ষা করতে আন্দোলনে থাকার জন্য।
উল্লেখ্য, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিসিবিকে না জানিয়ে গ্রামীণ ফোন মোবাইল কোম্পানির সঙ্গে চুক্তি করায় সাকিবকে নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সেটাকে প্রত্যাখ্যান করলেও আইসিসি কিংবা বিসিবিকে না জানানোর কারণেই এই শাস্তি আরোপ করা হয়। তবে, দোষ স্বীকার করার কারণে, ১ বছরের শাস্তি স্থগিত করেছে আইসিসি। আইসিসির পক্ষ থেকেই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। আইসিসির পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩টি অভিযোগে সাকিবকে আর্টিকেল ২.৪.৪ অনুযায়ী শাস্তি দিয়েছে আইসিসি।
২০১৮ আইপিএলে এবং সেই বছরের জানুয়ারিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে মোট ৩ বার ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন সাকিব। আইপিএলে ২৬শে এপ্রিল হায়দরাবাদ-পাঞ্জাবের মধ্যকার ম্যাচ পাতানোর কথা উল্লেখ করেছে আইসিসি।
কিন্তু আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসুর কাছে বিষয়টি জানাননি সাকিব। এই কারণে আর্টিকেল ২.৪.৪ অনুযায়ী শাস্তি পেলেন সাকিব।