ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

শেখ হাসিনা সেনানিবাসে ৭ দিন ব্যাপী সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন

1 min read

পটুয়াখালী প্রতিনিধিঃ

শেখ হাসিনা সেনানিবাসে সাত দিন ব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী শুরু হয়েছে। রোববার সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা। পরে তিনি প্রদর্শনীর স্টলসমূহ পরিদর্শন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, বরিশাল ও পটুয়াখালীর জেলা প্রশাসক, র‍্যাব আটের সিইওসহ সামরিক কর্মকর্তা, অসামরিক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ, এই অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা সেনানিবাসের এই সমরাস্ত্র প্রদর্শনী চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। তবে আগামীকাল ২৫ মার্চ সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত ৬ দিন জনসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।

উল্লেখ্য, প্রথম বারের মতো বরিশাল এরিয়ায় এই প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রদর্শনীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন আর্মস এবং সার্ভিলেন্স এর কার্যক্রম, মহান মুক্তিযুদ্ধ, শেখ হাসিনা সেনানিবাসের সংক্ষিপ্ত ইতিহাস, দেশ ও জাতি গঠনে সেনাবাহিনীর ভূমিকা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও সাফল্য এবং সেনাবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র প্রদর্শন করা হয়েছে।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Developed by VJ IT.
Translate »