আসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এইদিনে ভালোবাসার নাম করে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় কপোত কপোতী। তবে এবার ঘটতে পারে বিপত্তি! পাবলিক এলাকায় কাপল বা কপোত কপোতী ধরা পড়লে তাদেরকে সরকারি খরচে বিয়ে দিয়ে দেওয়া হবে।
এজন্য দেশের গুরুত্বপূর্ণ পার্ক আর চিপা চাপায় থাকবে পুলিশি টহল। আর এই সরকারি খরচে বিয়ে দেওয়ার জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি নেওয়া শুরু হইছে।
নিয়োগ দেওয়া হয়েছে ৩০০ জন ভ্রাম্যমাণ কাজী। আর ৫০০ জন সাক্ষী; যারা বিয়েতে সাক্ষী হিসেবে ভূমিকা পালন করবে।
এদিক থেকে বদমাস প্রেমিক প্রেমিকার কাছে ভয় ভীতি জেগে উঠেছে। যারা একাধিক প্রেমে লিপ্ত তারা এই ভ্যালেন্টাইন ডে ১৪ তারিখে বাসা থেকে বের হতে অপারগতা জানিয়েছে।
অন্যদিকে মিরপুরের রাকিব নামের এক যুবক তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছে “বেলা, চাকরিটা আর পেতে হবে না, আমরা সরকারি বিয়ে করে নিবো!” কিন্তু রাকিবের এই পোস্টে রাকিব নিজে বাদে আর কেও লাইক দেয়নি।
আবার অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই বলতেছে ফুলসজ্জাও কি সরকারি খরচে হবে!
এ বিষয়ে উপর মহলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে গুজব নিউজের অনুসন্ধানী টিম। সাথেই থাকুন।