ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

রাতের অন্ধকারে আমরুপালি গাছ কেটে দিল দুর্বৃত্তরা

1 min read

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘায় রাতের অন্ধকারে আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। অনেক স্বপ্ন নিয়ে আম রুপালি জাতের বাগান করেছিলেন আমচাষী বিনয় সরকার ।বাগানের বড় বড় গাছে মাঝে মাঝে আমরুপালি গাছ লাগিয়েছিলো।সেই গাছগুলোর বয় হয় ৩-৪ বছর।কিন্তু সেই গাছ গুলো দেখে আর সয্য হয়নি দুর্বৃত্তদের। প্রায় ৪০টা আমরুপালি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৬ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময় দুর্বৃত্তের দল প্রায় ৪০ টির মত আমগাছ কেটে তছনছ করে দিয়েছে।
খবর পেয়ে বুধবার (১৭ এপ্রিল) সকালে বিনয় চন্দ্র সরকার ও তার ছেলেরা বাগানে গিয়ে দেখে জমির কাটা গাছের দৃশ্য।এই দৃশ্য দেখে দেখে বাকরুদ্ধ হয়ে কান্নাই ভেঙ্গে পরে তারা। তাদের বুকফাটা আর্তনাদে গ্রামবাসীরাও কেঁদে ফেলেন।
এলাকাবাসী জানায়, বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরী গ্রামের বিনয় চন্দ্র সরকারের এক আম বাগানের প্রায় ৫ বিঘা জমির উপর সব মিলে ১৫০ থেকে ২০০ বিভিন্ন জাতের আমের গাছ আছে। এর মধ্যে গত তিন বছর আগে অন্যান্য আম গাছের মধ্যে প্রায় ৭০টি আম রুপালী জাতের আম গাছ । এই এলাকায় যতদূর চোখ যায় শুধুই আমের বাগান।
কে বা কারা এসব গাছ কেটে ফেলেছে এ বিষয়ে বাগান মালিকদের সাথে কথা হলে তারা কিছুই অনুমান করতে পারছেন না বলে জানান। তারা জানান, তাদের কারো সাথে বিরোধ নেই। বিবাদও নেই। হঠাৎ করে বিশাল ক্ষতি সাধন হওয়ায় ক্ষতিগ্রস্ত বাগান মালিক হতাশ হয়ে পড়েছেন।
আমচাষী বিনয় সরকারের ছেলে বিকাশ সরকার বলেন, ৩ বছর ধরে সন্তানের মতো করে লালন করে বড় করে তুলেছে এই বাগাননের আম রুপালি আম গাছ গুলো । তিনি আরও জানান গত বছরেরও আমাদের অন্য এক আম বাগানের প্রায় ৭০ টি আম গাছে কে বা কারা রাতের আধারে কেটে ফেলেছিল।

এবিষয়ে মনিগ্রাম ইউপি ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনারুল ইসলাম বলেন যারা এই কাজ করেছে তারা মানুষের আওতাই পরেনা। এই নিয়ে মাঝে মাঝে রাতে গাছ কাটে এদের কঠোর ব্যবস্থা নিতে হবে।কয়েক দিন আগে লালনের গাছও কেটে দিয়েছিলো।এরা সন্ত্রাসি গোষ্টি। এরা দেশের শান্তি নষ্ট করার জন্য এগুলা করে বেরাই।

এবিষয়ে মনিগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, এটি খুব দুঃখজনক ঘটনা। ঘটনাটি শোনার পর আমি বাকরুদ্ধ হয়ে গেছি। গাছের সাথে এ কেমন শত্রুতা।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Developed by VJ IT.
Translate »