ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

তাড়াশে পুকুরে বিষ প্রয়োগ করে মারা হয়েছে প্রায় ৩লাখ ৫০ হাজার টাকার মাছ

1 min read

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে পুর্বশক্রতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩লাখ ৫০ হাজার টাকার মাছ মেরে ফেলায় ১জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটঁনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে।

অভিযোগে প্রকাশ, মোঃ আজিজুল হক গোন্তা গ্রামের ৩৩শতকের (মইল পুকুর) লীজ নিয়ে মাছ চাষ করে আসছিল। স্থানীয় গোন্তা মেলা ডেকে নেওয়ায় ব্যর্থ হয়ে একই গ্রামের মোঃ আসাদ আলী কয়েকদিন পুর্বে কি ভাবে করে খাস বলে হুমকি প্রদান করে।

ঘঁটনার পরে ও বিবাদী আসাদ আলী নানা ভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। গত ১১ এপ্রিল বিকাল ৫টার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাদীকে পুনরায় আর্থিক ভাবে ক্ষতি সাধনের হুমকি দেয়। ওই দিন দিবাগত রাত আনুমানিক ১টার সময় বিবাদী পুর্বপরিকল্পিত ভাবে পুকুরে বিষ(গ্যাস ট্যাবলেট) প্রয়োগ করে। ভোর সাড়ে ৫টার সময় পুকুরে অক্সিজেন দিতে গিয়ে দেখি সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। তখন ও পুকুরের পানিতে বিষের গন্ধ বিদ্যমান ছিল। মরা মাছ দেখে পুকুরের মালিক কান্নায় ভেঙ্গে পরে।

পরের দিন ১২ এপ্রিল পুকুরের মালিক মোঃ আজিজুল হক বাদী হয়ে মোঃ আসাদ আলীকে আসামী করে তাড়াশ থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ঘঁটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Developed by VJ IT.
Translate »