ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

তাড়াশে ভুয়া হাফিজিয়া কওমীয়া মাদ্রাসা ও এতিম খানা এবং লিল্লাহ বোডিং নাম দিয়ে চাদা আদায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

1 min read

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পল্লীতে ভুয়া হাফিজিয়া কওমীয়া মাদ্রাসা ও এতিম খানা এবং লিল্লাহ বোডিং নাম দিয়ে চাদা আদায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে প্রকাশ, উপজেলার মাধাইনগন ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামে একটি হাফেজিয়া কওমীয়া মাদ্রাসা ও এতিম খানা এবং লিল্লাহ বোডিং অনেক পুর্ব থেকেই রয়েছে। যে প্রতিষ্ঠানটি সমস্ত গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে।

গত রমজানের ঈদকে সামনে রেখে ওই ইউনিয়নের গুয়ারাখী গ্রামের মাওঃ মোঃ আবু বকর সিদ্দিক কাঞ্চনেশ্বর গ্রামের নাম দিয়ে বিশেষ আবেদন পত্র ছাপিয়ে ধর্মপ্রান মুসলমানদের সাথে প্রতারনা করে হাজার হাজার টাকা কালেকশন করে। বিষয়টি গ্রামবাসী অবগত হলে গত ৯ ত্রপ্রিল মাদ্রাসার সভাপতি মোঃ সুজাবত আলী বাদী হয়ে তাড়াশ থানায় অভিযোগ দায়ের করেন।

মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেব কুমার জানান, আমি ঘটঁনাস্থল পরিদর্শন করেছি এবং আবু বকরকে ওই ধরনের কাজে যেন জড়িত না হয় তার জন্য সর্তক করেছি।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Developed by VJ IT.
Translate »