ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

গেন্ডারিয়া থেকে ভয়াবহ মাদক বুপ্রেনরফিনসহ গ্রেফতার ১

1 min read

আজিজুল ইসলাম যুবরাজঃ
গত রবিবার (৩১ মার্চ) রাতে রাজধানীর গেন্ডারিয়ায় একটি অভিযান পরিচালনা করে ৯৮৩ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। যার আনুমানিক মূল্য ৪,৯১,৫০০/- টাকা।

রবিবার র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া), সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ দাউদুল ইসলাম ওরফে বুলু। তার বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুরের পাউশপাড়াতে বলে জানা গেছে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে বুপ্রেনরফিন ইনজেকশনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর গেন্ডারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উল্লেখ্য, গত ০২/১২/২০২৩ইং তারিখেও মাদক ব্যবসায়ী মোঃ দাউদুল ইসলাম ওরফে বুলু ১৪৯০ পিস বুপ্রেনরফিনসহ র‌্যাব-১০ হাতেই গ্রেফতার হয়েছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বুপ্রেনরফিন মাদক সম্পর্কে র‍্যাব-১০ জানায়, বুপ্রেনরফিন ইনজেকশন সাধারণত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক হিসেবে শরীরে প্রয়োগ করায়। তবে বর্তমানে নির্দিষ্ট পরিমাণের চেয়ে অধিক পরিমাণ নেশাদ্রব্য উপাদান মিশিয়ে মাদক হিসেবে এটি বাজারে সরবরাহ করা হচ্ছে। বুপ্রেনরফিন ইনজেকশন সরাসরি ভেইনে নেয়া হয়। এই ভয়াবহ বুপ্রেনরফিন ইনজেকশনটি নেয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর শরীরে নেশার প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে প্যাথেডিন এবং হেরোইন নিয়েও যাদের কাজ হয় না, তারা এই ভয়াবহ মাদকটি ব্যবহার করে বলে জানা গেছে।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Developed by VJ IT.
Translate »