ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

রমজান উপলক্ষে রাজধানীতে কম দামে মিলছে নিত্য পণ্য

1 min read

রমজান উপলক্ষে রাজধানীর ২৭ নং ওয়ার্ডে সুলভ মূল্যে কাঁচা বাজার। ছবিঃ ভোরের জানালা

আজিজুল ইসলাম যুবরাজঃ
পবিত্র মাহে রমজানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ভোক্তাদের হাতে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দিতে বিক্রয়কেন্দ্র খোলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরানের সার্বিক সহযোগিতায় ঢাকা-১২ আসনের ২৭ নং ওয়ার্ডের পশ্চিম রাজা বাজার, পূর্ব রাজা বাজার, মনিপুরী পাড়া, শেরে বাংলা নগরসহ বেশ কয়েকটি স্থানে অস্থায়ী বিক্রয়কেন্দ্রগুলোতে চলছে নিত্য প্রয়োজনীয় কাঁচা মালের বেচাবিক্রি।

পূর্ব রাজা বাজারে ভোক্তাদের জন্য সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়কেন্দ্র। ছবিঃ ভোরের জানালা

সকাল সকাল দোকানে মালামাল সাজাতে ব্যস্ত বিক্রেতারা। বিক্রয়কেন্দ্রগুলোতে সস্তায় পণ্য কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন প্রতিদিনই।

বিক্রয়কেন্দ্রের সমন্বয়কারী এম এইচ সুমন জানান, রমজান উপলক্ষে এই কার্যক্রম মাসব্যাপী চলবে। আমরা এখনও মাইকিং কিংবা প্রচার চালাইনি। ক্রেতা-বিক্রেতাদের ভিড় রয়েছে। ২৭ নং ওয়ার্ডের মানুষ এ উদ্যোগের মাধ্যমে উপকৃত হচ্ছেন।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Developed by VJ IT.
Translate »