ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

মাটিরাঙ্গায় পৃথক অভিযানে ইয়াবা এবং চোলাই মদসহ গ্রেফতার ২

1 min read

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৬ এপ্রিল শনিবার দিবাগত রাত ১২টায় তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিতের লক্ষ্যে মাদক ও চোরাকারবারিদের দৌরাত্ম্য রুখে দিতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) সর্বোচ্চ সোচ্চার। এই সকল ঘৃণিত অপরাধীদের অপরাধ রুখে দিতে এবং আসন্ন সকল উৎসব কে কেন্দ্র করে অপতৎপরতাকারীদের পরিকল্পনা নস্যাৎ করতে জেলার পুলিশ সুপার সুদৃঢ় ও বিচক্ষণ দিকনির্দেশনায় খাগড়াছড়ি জেলা পুলিশ সুকৌশলে প্রতিনিয়ত এমন অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হচ্ছে।

এরই ধারাবাহিকতায় এ জেলায় চলমান বিশেষ অভিযান এর অংশ হিসেবে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১২টায় মাটিরাঙ্গা পৌরসভার ০৬ নং ওয়ার্ড মাটিরাঙ্গা বাজার সরকারী কর্মচারী ক্যান্টিনের সামন থেকে ২০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মাটিরাঙ্গা পৌর ৪নং ওয়ার্ড পলাশপুর গ্রামের মৃত সেকান্দার হোসেন এর ছেলে মোঃ আব্দুল জলিল(৩৭) গ্রেফতার করে থানা হেফাজতে গ্রহন করা হয়।

অপরদিকে থানার আরেকটি আভিযানিক দল শনিবার দিবাগত রাতে মাটিরাঙ্গা পৌরসভার ০৯নং ওয়ার্ডের বাইল্যাছড়ি টোল ঘরের সামন থেকে রাঙ্গামাটির রাজস্থালী থানার ০১ নং গিলাছড়ি ইউপির ০৭ নং ওয়ার্ড, নড়াইছড়ি পাড়া এলাকার রাবনা তঞ্চঙ্গ্যার ছেলে শাহীন তঞ্চঙ্গ্যা(২৭) কে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ গ্রেফতার করে থানা হেফাজতে গ্রহণ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদ্বয়কে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Developed by VJ IT.
Translate »