ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

রামগড়ে মার্ডার মামলার ২৩ বছর পর আসামি গ্রেফতার

1 min read

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

২৩ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন খাগড়াছড়ির রামগড়ের মার্ডার মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী করিম উল্যা(৬০)। 

থানা পুলিশ জানায়, ২০০১ সালের হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী করিম উল্যা(৬০)। খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) দীর্ঘদিনের বিলম্বিত পরোয়ানা তামিল, অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধার, নিয়মিত ফৌজদারী মামলার আসামি গ্রেপ্তার সহ বিভিন্ন প্রকার উদ্ধার অভিযানের বিষয়ে জেলার সকল অফিসার ও ফোর্সদের নিকট জোর তাগিদ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় পুলিশি নজরদারি ও গোয়েন্দা তৎপরতায় গত ১৫ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন লালমাই এলাকার গহীন জঙ্গলে আসামীর অস্থায়ী বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি ইয়াছিন রামগড় লামকুপাড়া এলাকার মৃত টুকু মিয়ার ছেলে।

পুলিশ আরও জানান, সাজা ও গ্রেফতার এড়াতে করিম উল্যা দীর্ঘদিন ভূজপুর থানাধীন লালমাই এলাকার গহীন জঙ্গলে অস্থায়ী বসতবাড়ি করে সেখানে বসবাস করছিলেন। আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Developed by VJ IT.
Translate »